সিটিজেন চার্টার
ক, জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ন দিবস সমূহ উদযাপণ করা ।
খ, শিশু কিশোরদের অংশগ্রনে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা।
গ, সুলভ মূলে ইসলামিকফাউন্ডেশনপ্রকাশিত পুস্তক জেলা বিক্রয় কেন্দ্রে বিক্রয় করা হয়।
ঘ, চাঁদ দেখা কার্যক্রমবাস্তবায়ণ করা হয়।
ঙ, দুঃস্থ ও অসহায়দের কল্যাণে যাকাত বোর্ডের আওতায় যাকাত আদায়ের কর্মসূচী পালন ও বিতরণ করা হয়ে থাকে।
চ, মসজিদভিত্তিকশিশুওগণশিক্ষাপ্রকল্পেরকার্যক্রমপরিচালনা করা হয়।
ছ, ইমামদেরকে গণশিক্ষা, পরিবারকল্যান, প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, কৃষি ও বনায়ন, পশু-পাখিপালন ও মৎস্য চাষ বিষয়ে ৪৫দিনব্যাপী প্রশিক্ষন এছাড়া ডেইরীফার্ম, মৎস্যখামার, কৃষিওবনায়ন,পরিবেশদূষণ,সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ, দূর্নীতি মুক্ত সমাজ গঠন,যৌতুক, বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ,নারী অধিকার সংরক্ষন ইত্যাদি কাজে ইমামদেরকে সম্পৃত্ত করা হয় ।
জ, হজ্জযাত্রীদেরযাবতীয়সেবাপ্রদানও হজ্জসংক্রান্ত তথ্যাদিদেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস